Dhaka Reader
Nationwide Bangla News Portal

সচিবালয়ে প্রতি সোমবার ও বৃহস্পতিবার দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ

সপ্তাহের প্রতি সোমবার ও বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ বুধবার (২৯ মে) মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সচিবালয়ের নিরাপত্তা শাখার যুগ্ম সচিব মো. জসীম উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদের সভা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

এর আগে গত মঙ্গলবার (২৮ মে) একবার সব ধরনের দর্শনার্থী প্রবেশ সাময়িকভাবে বন্ধ করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর আবার নতুন করে দুই দিন নির্দিষ্ট করে এ সিদ্ধান্ত জানানো হলো।

এদিকে, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কর্মসূচি চলমান রয়েছে। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে।

এমন প্রেক্ষাপটেই সচিবালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় দর্শনার্থীদের প্রবেশে এই নিষেধাজ্ঞা জারি করল সরকার।

Leave A Reply

Your email address will not be published.