Dhaka Reader
Nationwide Bangla News Portal

শিমুলিয়া ঘাট দখলে নিয়ে নিয়ে চাঁদা তুলছে বিএনপি নেতা-কর্মীরা

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট, মাছঘাট ও ট্রলারঘাট দখলে নিয়ে চাঁদা তুলছে বিএনপির নেতা-কর্মীরা। বৈধ ইজারাদারের লোকজনকে মারধর করে ঘাট থেকে বের করে দিয়ে তাঁরা এসব ঘাট থেকে নিয়মিত টাকা তুলছেন বলে অভিযোগ উঠেছে। খবর প্রথম আলোর।

ইজারাদার সূত্রে জানা যায়, কুমারভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি কাউসার তালুকদারের নেতৃত্বে তাঁর অনুসারীরা এসব ঘাট দখল করে রেখেছেন। সেতু উদ্বোধনের পরেও প্রতিদিন হাজারো দর্শনার্থী ঘাট এলাকায় বেড়াতে আসেন। চলতি অর্থবছরে লৌহজং উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সুলতান মোল্লা বিআইডব্লিউটিএর কাছ থেকে প্রায় ১ কোটি ৪২ লাখ টাকায় ঘাটের ইজারা নেন। কিন্তু বিএনপির নেতারা ঘাট দখল করে চাঁদা তোলায় ইজারাদাররা বিপাকে পড়েছেন।

ইজারাদার সুলতান মোল্লা বলেন, ‘মাছঘাট, ট্রলারঘাট, শিমুলিয়া ঘাট সবকিছুই কাউসার তালুকদার ও তাঁর লোকজনের দখলে রয়েছে। আমরা কোটি টাকা বিনিয়োগ করেছি, অথচ তাঁরা বিনিয়োগ ছাড়াই ৩০ ভাগের বেশি টাকা নিয়ে যেতে চাচ্ছেন।’

স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, দল যেখানে সুষ্ঠু রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, সেখানে কয়েকজন নেতা নিজেদের ক্ষমতা দেখিয়ে অরাজক পরিস্থিতি তৈরি করছেন।

মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব কামরুজ্জামান রতন বলেন, দলের নাম ভাঙিয়ে যারা অন্যায় কাজ করছেন, তাদের বিরুদ্ধে আইনগত এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়টি নিয়ে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন জানান, কাউসার তালুকদার তাঁর সঙ্গে দেখা করলেও ঘাটের বিষয়ে কোনো সরকারি সিদ্ধান্ত হয়নি।

Leave A Reply

Your email address will not be published.