Dhaka Reader
Nationwide Bangla News Portal

রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে বাজেট দিতে পারত: আমীর খসরু

বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সরকার ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করতে পারত বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু চৌধুরী।

তিনি বলেন, এ আলোচনা একটি যুগান্তকারী নজির সৃষ্টি করত।

কিন্তু সরকার সে সুযোগ নেয়নি। যেখানে রাজনৈতিক দলগুলো সব ব্যাপারে সরকারকে সহায়তা করছে।
বুধবার (৪ মে) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাজেট প্রতিক্রিয়া নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, সরকার সাত লাখ ৯০ হাজার কোটি টাকার যে বাজেট ঘোষণা করেছে, সেটি পুরোপুরি সমন্বয়হীন। এতে উৎপাদন কমবে, কর্মসংস্থান কমবে, মানুষের ওপর আর্থিক চাপ বাড়বে। তাছাড়া কালো টাকা সাদা করার সুযোগ নিয়মিত করদাতাদের জন্য বৈষম্যের সৃষ্টি করবে।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ।

Leave A Reply

Your email address will not be published.