Dhaka Reader
Nationwide Bangla News Portal

যুক্তরাষ্ট্রকে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি নিয়ে সতর্ক করল রাশিয়া

রাশিয়ার গভীরে ইউক্রেনকে সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর ঘটনায় পশ্চিমা দেশগুলোকে ‘আগুন নিয়ে খেলা’র অভিযোগ এনে যুক্তরাষ্ট্রকে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা কেবল ইউরোপে সীমাবদ্ধ থাকবে না এবং এ ধরনের যুদ্ধ পুরো বিশ্বকে বিপদের দিকে ঠেলে দিতে পারে।

মঙ্গলবার মস্কোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ল্যাভরভ আরও বলেন, পশ্চিমারা ইউক্রেন যুদ্ধের পরিসর বাড়ানোর চেষ্টা করছে এবং ইউক্রেনকে বিদেশি অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়ে নিজেদের জন্য সমস্যা তৈরি করছে। ইউক্রেনের সাম্প্রতিক আক্রমণ, বিশেষ করে কুর্স্ক অঞ্চলে ঢুকে পড়া ও রাশিয়ার ভূখণ্ড দখলের প্রচেষ্টা, যুদ্ধের পরিসরকে আরও বিপজ্জনক অবস্থায় নিয়ে যাচ্ছে।

রাশিয়ার পার্লামেন্টের এমপি মিখাইল শেরেমেতও এর আগে সতর্ক করেছিলেন যে, পশ্চিমাদের সমর্থনে ইউক্রেনের এই হামলা বিশ্বকে সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। ল্যাভরভ তার বক্তব্যে এই সতর্কবার্তা পুনর্ব্যক্ত করে বলেন, “আমেরিকানরা তৃতীয় বিশ্বযুদ্ধের কথা শুনলে ধরে নেয় যে এটি শুধুমাত্র ইউরোপেই সীমাবদ্ধ থাকবে, কিন্তু তা কেবল ইউরোপে সীমাবদ্ধ থাকবে না।”

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের এই আক্রমণের কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন, যা বিশ্বব্যাপী উত্তেজনা আরও বাড়াচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.