যশোরের চিত্রা মোড়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শাহীন চাকলাদারের মালিকানাধীন জাবির ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে।
খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোলরুমের প্রধান আব্দুল কাদির বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মামুন মাহমুদ বলেন, ‘ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে বেশিরভাগ মানুষ মারা গেছে। আমরা ২৫-৩০ জনকে উদ্ধার করতে পেরেছি।’
প্রত্যক্ষদর্শীরা জানান, গণআন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর গতকাল বিকেলে যশোর শহরের চিত্রা মোড়, চৌরাস্তা মোড়, দড়াটানা মোড়ে জড়ো হয়ে হাজারো ছাত্র-জনতা বিজয় উল্লাস করছিলেন।
সেসময় একটি দল জাবির ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের আসবাবপত্র ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।
ফায়ার সার্ভিস জানায়, তারা ৪টা ৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৫টা ৪৫ মিনিটে তা নিয়ন্ত্রণে আনে।
তারপর ১৪তলা ভবন থেকে মরদেহ উদ্ধার করা হয়।