নিউজ ডেস্ক:
মহামারি করোনাভাইরাসে নাকাল হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত। ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা ২২ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৪ হাজার। ১৩২ কোটি জনসংখ্যার দেশে লাখ লাখ করোনার রোগীদের সেবা দিতে গিয়ে এ পর্যন্ত ১৯৮ জন ডাক্তার প্রাণ হারিয়েছেন।
এমনই তথ্য জানিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। এতোগুলো ডাক্তার মারা যাওয়ার বিষয়টি অবগত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুরোধ করেছেন ডাক্তারদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, গেল ২৪ ঘণ্টায় দেশটিতে ৬৪ হাজার জন করোনা আক্রান্ত হয়েছে। মারা গেছে ৮৬১ জন। চিকিৎসাধীন রয়েছে ৬ লাখ ২৮ হাজার ৭৪৭ জন।