Dhaka Reader
Nationwide Bangla News Portal

বিমান হামলার জবাবে পাকিস্তানে তালেবানের পাল্টা আঘাত

আফগানিস্তানের তালেবান বাহিনী পাকিস্তানের বিমান হামলার প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালিয়েছে।

শনিবার আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা প্রতিবেশী দেশের বেশ কিছু স্থানে আঘাত হেনেছে। যদিও পাকিস্তানের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে সীমান্তের ‘অনুমানমূলক লাইন’ পেরিয়ে এই আক্রমণ চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।

আফগান কর্তৃপক্ষ ‘অনুমানমূলক লাইন’ বলতে ডুরান্ড লাইনকে বোঝায়, যা ব্রিটিশ আমলে টানা সীমান্ত এবং আফগানরা একে চাপিয়ে দেওয়া সীমান্ত হিসেবে বিবেচনা করে।

পাকিস্তানের জিও নিউজ জানায়, শনিবার সকালে কুররম ও উত্তর ওয়াজিরিস্তানের সীমান্ত দিয়ে ‘জঙ্গিদের’ অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। তালেবান-সমর্থিত একটি দল পাকিস্তানি পোস্টে হামলা চালায়। পাল্টা আক্রমণে তালেবানের ১৫ সদস্য নিহত ও আরও অনেকে আহত হয়।

মঙ্গলবার রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের ধারাবাহিক বিমান হামলায় ৪৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আফগান তালেবান এই ঘটনার প্রতিবাদে পাকিস্তানের কূটনীতিককে তলব করে এবং হুঁশিয়ারি দেয়।

উভয় দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে, বিশেষ করে সীমান্তে জঙ্গি কার্যক্রম এবং নিরাপত্তা ইস্যুতে। বর্তমান পরিস্থিতি দুই দেশের সম্পর্কে আরও সংকট সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.