Dhaka Reader
Nationwide Bangla News Portal

বিএনপি এখন ‘চাঁদাবাজদের দল’ ও ‘মুজিববাদের নতুন পাহারাদার’: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপিকে ‘চাঁদাবাজদের দল’ বলে অভিযুক্ত করেছেন। তিনি আরও বলেন, বিএনপি এখন ‘মুজিববাদের নতুন পাহারাদার’ হিসেবে আবির্ভূত হয়েছে এবং এই শক্তিকে প্রতিহত করতে হবে।

সারাদেশে ‘জুলাই যাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতে আয়োজিত এক পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

নিজের দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, “যখন আমরা পদযাত্রা করে প্রতিটি জেলায় যাচ্ছি এবং মানুষের বাঁধভাঙা সমর্থন পাচ্ছি, তখনই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমরা এর জবাব জনসমর্থন দিয়েই দেবো।”

তিনি আরও অভিযোগ করেন, “গণ-অভ্যুত্থানের সময় শেখ হাসিনা সরকার আমাদের বিরুদ্ধে যে ধরনের ষড়যন্ত্র করেছিল, অভ্যুত্থানের পর সেই একই শক্তি—দুর্নীতিবাজ মাফিয়া, আমলাতন্ত্র এবং সেনাবাহিনীর ভেতরের একটি অংশ—এখনও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ডিজিএফআইসহ দেশের এস্টাবলিশমেন্ট অভ্যুত্থানের নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে।”

সবশেষে তিনি অভ্যন্তরীণ বিভেদ এড়িয়ে জাতীয় ঐক্যের ডাক দেন। নাহিদ ইসলাম বলেন, “আমাদের আসল শত্রু দেশের ভেতরে নয়, বাইরে। সেই বাইরের শত্রুর বিরুদ্ধে বাংলাদেশের সব পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে। বারবার আমাদের মধ্যে বিভাজন তৈরি করে দুর্বল করে রাখার চেষ্টা করা হচ্ছে।”

Leave A Reply

Your email address will not be published.