Dhaka Reader
Nationwide Bangla News Portal

বিএনপির নাম ব্যবহার করে অপরাধে জড়িতাই মানববন্ধন করেছে: বাসন থানার ওসি

গাজীপুরের বাসন থানায় বিএনপির নাম ব্যবহার করে ছাত্রলীগের কিছু কর্মী মাদক, ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমেদ।

বৃহস্পতিবার মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে গড়িমসি করার অভিযোগ তুলে ওসিকে প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধনের প্রেক্ষিতে তিনি এসব কথা বলেন। এর আগে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে স্থানীয়ভাবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ওসি কায়সার আহমেদ বলেন, “আমি বাসন থানায় গত বছরের ১২ ডিসেম্বর যোগদান করি। যোগদানের পর থেকেই কমিশনার মহোদয় ও আইজিপি স্যারের নির্দেশনায় ছিনতাই, মাদক, চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আলোকে আমরা কাজ করে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “বাসন থানা পুলিশ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এই নির্দেশনার ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। প্রতিদিন আমাদের চারটি মোবাইল টিম মাঠে কাজ করছে। যোগদানের পর থেকে এলাকায় ছিনতাই মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে বলে আমি মনে করি। যদিও শতভাগ নিয়ন্ত্রণে আনতে আমাদের আরও ফোর্স প্রয়োজন, তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ইনশাআল্লাহ, আমরা সফল হবো।”

মামলার অগ্রগতির বিষয়ে তিনি বলেন, “গত ১০ এপ্রিল ও ২৫ তারিখ দুটি মামলা হয়েছে। বাদী কাজল নামের এক ব্যক্তি একটি মামলা করেছেন, যেখানে মোট ১৫ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযুক্তরা ছাত্রলীগের কিছু সদস্য, যারা ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এরা বিএনপির নাম ব্যবহার করে সমাজে মাদক, ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধ চালিয়ে যাচ্ছে।”

মানববন্ধন নিয়ে ওসি কায়সার বলেন, “আজকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেখানে যারা অংশ নিয়েছেন তারা কেউ ছাত্র না। তারা মাদক ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করছেন এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।”

Leave A Reply

Your email address will not be published.