শুল্কমুক্ত সুবিধায় সাবেক সংসদ সদস্যদের নামে আমদানি করা ৫২টি বিলাসবহুল গাড়ি চট্টগ্রাম ও মোংলা বন্দরে আটকে রয়েছে। এসব গাড়ির বেশিরভাগই টয়োটা ল্যান্ড ক্রুজার, টয়োটা জিপ, এবং টয়োটা এলসি স্টেশন ওয়াগট মডেলের, যার সিসি ৩ থেকে ৪ হাজার পর্যন্ত। গাড়িগুলো মূলত জাপান ও সিঙ্গাপুর থেকে আমদানি করা হয়েছে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় সংসদ ভেঙে দেয়ায় শুল্কমুক্ত সুবিধা বাতিল হয়ে যায়। ফলে এখন সাবেক সংসদ সদস্যদের স্বাভাবিক হারে শুল্ক প্রদান করতে হবে, যা সিসি ভেদে ৮১০ শতাংশ পর্যন্ত হতে পারে বলে কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, এসব বিলাসবহুল গাড়ি আমদানি করেছেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, চিত্রনায়ক ফেরদৌস, এবং ক্রিকেটার সাকিব আল হাসানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এখন আইন অনুযায়ী শুল্ক পরিশোধ করে তাদের গাড়ি খালাস নিতে হবে।
১৯৮৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা চালু করেছিলেন, যা ১৯৮৮ সালে প্রজ্ঞাপন আকারে জারি করা হয়।