Dhaka Reader
Nationwide Bangla News Portal

ফেসবুকে পুরোনো ছবির নাড়াচাড়ার হিরিক!

সম্প্রতি ফেসবুকে এক ধরনের ট্রেন্ড দেখা যাচ্ছে, যেখানে এক যুগ আগের পুরোনো ছবি ঘিরে মজা-মশকরা চলছে। ফেসবুকে ঢুঁ মারলেই এখন পুরোনো ছবি দেখা যায়, যেগুলো দেখে হঠাৎ করেই বন্ধুদের চিনতে কষ্ট হয়। এসব ছবি ঘিরে চলছে হাসি-ঠাট্টা ও মজার মন্তব্য। নেটাগরিকরা এ ট্রেন্ডে মেতে উঠেছেন, আর এর জেরে অনেকেই ফিরে যাচ্ছেন তাদের পুরোনো দিনের স্মৃতিতে।

ফেসবুক ব্যবহারকারীরা বন্ধুর পুরোনো ছবিতে মজার মন্তব্য করছেন যেমন—”Nice & Attractive”, “এটা কে রে?”, কিংবা “দিলাম লাড়া”। কমেন্টের এই জোয়ারে কেউ মজা পাচ্ছেন, আবার কেউ তুলনা করে পুরোনো দিনের কথা মনে করে আফসোস করছেন।

এই ট্রেন্ড থেকে সেলিব্রেটিরাও বাদ যাচ্ছেন না। এমনকি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের পুরোনো ছবিতেও মজার কমেন্ট দেখা যাচ্ছে। গায়ক, অভিনেতা, শিল্পী, এবং অন্যান্য জনপ্রিয় ব্যক্তিত্বদের পুরোনো ছবিও খুঁজে বের করে সেখানে মজা করছেন উৎসুক ফেসবুকবাসী।

মূলত, এটি ফেসবুকের নতুন অ্যালগরিদমের কারণে ঘটছে। ফেসবুকে কেউ পুরোনো কোনো পাবলিক পোস্ট বা কাস্টম পোস্টে কমেন্ট করলে তা আবার নতুনভাবে দৃশ্যমান হয়ে যায়। ফেসবুকের অ্যালগরিদম অনুযায়ী, যেসব বন্ধুরা পোস্টে বেশি লাইক-কমেন্ট করে, তাদের ওয়ালে এই পুরোনো পোস্ট নতুন করে দেখা যাচ্ছে, এমনকি তারা লাইক-কমেন্ট না করলেও।

Leave A Reply

Your email address will not be published.