Dhaka Reader
Nationwide Bangla News Portal

গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভূমিকা শীর্ষক সেমিনার

বিশ্ব মানবাধিকার সংস্থা-বাংলাদেশের উদ্যোগে শনিবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ‘গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভূমিকা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

এই সেমিনারে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব এবং করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষত, নির্বাচন প্রক্রিয়ার সুষ্ঠুতা এবং মানবাধিকার সংরক্ষণে সরকারের এবং রাজনৈতিক দলগুলোর দায়িত্ব নিয়ে গভীর আলোচনা হয়।

সেমিনারটি জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে সকাল ১০টায় শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ব মানবাধিকার সংস্থা-বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। তিনি তার বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে আয়োজনে সরকারের সদিচ্ছা প্রয়োজন বলে মন্তব্য করেন। তিনি বলেন, “দলমত নির্বিশেষে, গণতন্ত্রের শিকড় গভীর করতে হলে সুষ্ঠু নির্বাচন ছাড়া অন্য কোন বিকল্প নেই।”

এছাড়া, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত নাজুক, নির্বাচনের আগে রাষ্ট্রের ভেতরে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে হবে। এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক ইমাম জাফর শিকদার এবং আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের উপদেষ্টা উম্মুত তিজান মাখদুমা পন্নী।

বক্তারা সকলেই বর্তমান পরিস্থিতিতে সরকারের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানান এবং বলেন, “সুষ্ঠু নির্বাচন না হলে মানুষের ভোটাধিকার এবং মানবাধিকার ক্ষুণ্ন হতে পারে।”

সেমিনারে বক্তারা এককথায় অভিমত ব্যক্ত করেন যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনই দেশের গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষায় একটি মাইলফলক হতে পারে। তারা রাজনৈতিক দলগুলোর ওপর তীব্র চাপ প্রয়োগ করে বলেন, “সরকারসহ সকল রাজনৈতিক দলের উচিত, মানবাধিকার সংরক্ষণে সুষ্ঠু নির্বাচনের জন্য অঙ্গীকারাবদ্ধ হওয়া।”

এছাড়া, সেমিনারে রাজনৈতিক বিশ্লেষক, মানবাধিকার কর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যম প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বক্তারা একযোগে জানান, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় শুধু সরকারের একার দায়িত্ব নয়, রাজনৈতিক দল এবং জনগণের সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

এ সেমিনারটি বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে পরিচিতি পায়। বক্তারা আশাবাদী যে, আগামী নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা গেলে বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার আরও শক্তিশালী হবে।

Leave A Reply

Your email address will not be published.