Dhaka Reader
Nationwide Bangla News Portal

পূজামণ্ডপের আশেপাশে মেলা-আড্ডা নিষিদ্ধ: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পূজামণ্ডপের আশেপাশে কোনো ধরনের অবৈধ মেলা, মদ বা গাঁজার আড্ডা বসতে দেওয়া হবে না।

সোমবার সচিবালয়ে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবারের পূজায় সার্বিক নিরাপত্তায় পুলিশ, র‍্যাব, আনসার ও বিজিবির পাশাপাশি সশস্ত্র বাহিনীও মোতায়েন থাকবে। তিনি বলেন, “সীমান্তবর্তী এলাকার মণ্ডপগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) মূল দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।”

নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য এবং যেকোনো অপ্রীতিকর ঘটনার দ্রুত প্রতিকারে একটি নতুন মোবাইল অ্যাপ চালু করা হয়েছে বলেও জানান তিনি।

এবারের পূজা উপলক্ষে মণ্ডপের আশেপাশে কোনো অননুমোদিত কার্যক্রম বরদাশত করা হবে না জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, “পূজাকে কেন্দ্র করে অনেক সময় আশেপাশে মেলা বসে, গাঁজার আড্ডা বা মদের আড্ডা বসে—এগুলো এবার কোনো অবস্থাতেই হতে দেওয়া হবে না।” তবে, তিনি যোগ করেন, পূজা কমিটির অনুমতি সাপেক্ষে ছোটখাটো প্রয়োজনীয় দোকানপাট বসতে পারে।

এই বছর সারাদেশে মোট ৩১,৫৭৬টি পূজামণ্ডপ স্থাপন করা হবে বলে সভায় জানানো হয়। এর মধ্যে:
মেট্রোপলিটন এলাকা (মোট ১,২৭০টি): ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এলাকায় ২৫৫টি, চট্টগ্রাম (সিএমপি) ২৭৬টি, রাজশাহী (আরএমপি) ১০৩টি, খুলনা (কেএমপি) ১১৬টি, বরিশাল (বিএমপি) ৮৭টি, সিলেট (এসএমপি) ১৫৬টি, গাজীপুর (জিএমপি) ১২০টি এবং রংপুর (আরপিএমপি) এলাকায় ১৫০টি।

রেঞ্জ এলাকা: ঢাকা রেঞ্জে ৭,১৩৬টি, চট্টগ্রাম রেঞ্জে ৪,২৮৮টি, রাজশাহী রেঞ্জে ৩,৪৬০টি, সিলেট রেঞ্জে ২,৪৮০টি, খুলনা রেঞ্জে ৪,৫৩৪টি, রংপুর রেঞ্জে ৫,১৭৫টি, বরিশাল রেঞ্জে ১,৬১৪টি এবং ময়মনসিংহ রেঞ্জে ১,৫৯৯টি।

তালিকার বাইরে যেন কোনো মণ্ডপ স্থাপিত না হয়, সে বিষয়ে আয়োজকদের প্রতি অনুরোধ জানিয়ে উপদেষ্টা বলেন, “নিরাপত্তা বাহিনী কেবল প্রাপ্ত তালিকার ওপর ভিত্তি করেই মোতায়েন করা হয়। তাই আগে থেকে পূর্ণাঙ্গ তালিকা দিলে আমরা সেখানে নিরাপত্তা নিশ্চিত করতে পারব।”

এছাড়া, পূজা শেষে প্রতিমা বিসর্জন সন্ধ্যা ৭টার মধ্যে সম্পন্ন করার জন্যও তিনি নির্দেশনা দেন।

এবারের পূজাকে কেন্দ্র করে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর পক্ষ থেকে হুমকির আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে দুষ্কৃতিকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দুষ্কৃতিকারীরা সবখানেই বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। এটি প্রতিহত করার দায়িত্ব আমাদের সকলের। আমরা সবাই মিলে তা প্রতিহত করব।”

Leave A Reply

Your email address will not be published.