Dhaka Reader
Nationwide Bangla News Portal

পহেলা জুন বাজারে আসছে নতুন ২০, ৫০ ও ১০০০ টাকার নোট

আগামী পহেলা জুন (২০২৫) থেকে বাজারে আসছে নতুন ডিজাইনের ২০, ৫০ এবং ১০০০ টাকার ব্যাংক নোট। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত এই নোটগুলোতে থাকছে উন্নতমানের নিরাপত্তা বৈশিষ্ট্য, যা জাল নোট শনাক্তে সহায়ক হবে।

বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন সিরিজের এই নোটগুলোর মূল থিম নির্ধারণ করা হয়েছে “বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য”

নতুন ১০০০ টাকার নোটে

  • সামনের দিকে রয়েছে জাতীয় স্মৃতিসৌধের চিত্র

  • পেছনে রয়েছে জাতীয় সংসদ ভবনের ছবি

নতুন ৫০ টাকার নোটে

  • এক পাশে রয়েছে ঐতিহাসিক আহসান মঞ্জিল

  • অন্য পাশে রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম

নতুন ২০ টাকার নোটে

  • এতে প্রত্নতাত্ত্বিক স্থাপনার চিত্র থাকছে

  • তবে এর বিস্তারিত ডিজাইন এখনো প্রকাশ করেনি বাংলাদেশ ব্যাংক

নতুন নোটগুলো প্রথমদিন থেকেই ধাপে ধাপে বাজারে ছড়িয়ে পড়বে। এর পাশাপাশি পূর্ববর্তী সিরিজের নোটগুলোও বৈধ হিসেবে চলতে থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Leave A Reply

Your email address will not be published.