Dhaka Reader
Nationwide Bangla News Portal

পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৬ তম সভা অনুষ্ঠিত

কামাল হোসেন বিশেষ প্রতিনিধি :

 

 

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ৫৬তম সভা আজ (রবিবার) সকাল ১১টায় ভাইস-চ্যান্সেলরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ভাইস-চ্যান্সেলর ও রিজেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাামের সভাপতিত্বে এবং সচিব ও রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ, বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের (অব.) প্রফেসর ড. মোঃ জহির উদ্দীন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের (অব.) প্রফেসর ড. খন্দকার শরীফুল ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি বিভাগের প্রফেসর ড. নাজিম আহমাদ, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিকী, পবিপ্রবির কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, কম্পিউটার সায়েন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, ইনোভা আইটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ শরফুদ্দিন , পটুয়াখালী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জসীম উদ্দিন, বরগুনা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মতিউর রহমান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। শুরুতে ল্যাংগুয়েজ এন্ড কমিউনিকেশন বিভাগের প্রফেসর ও রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্য ড. মোঃ জিল্লুর রহমানের মৃত্যুতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পবিপ্রবির ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave A Reply

Your email address will not be published.