Dhaka Reader
Nationwide Bangla News Portal

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

নেপালের বিপক্ষে গোল পেতে লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে। প্রথমার্ধে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় তারা।

কিছুক্ষণ পর দ্বিগুণ হয় ব্যবধান। তবে নেপাল একবার জালে পাঠিয়ে ব্যবধান কমিয়ে দেয়। পরে আর কিছু করতে পারেনি তারা। বাংলাদেশ ওঠে ফাইনালে।

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে আজ ভারতের অরুনাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে নেপালকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। বিরতির পর আশিকুর রহমান দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন নাজমুল হুদা ফয়সাল। শেষদিকে এক গোল শোধ দেন নেপালের সুজন ডাঙ্গোল।

প্রথমার্ধে দুই দলই সমানতালে খেলতে থাকে। আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও কেউ গোলের দেখা পায়নি। বিরতির পর ৭৩তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। ফয়সালের কর্নার থেকে হেডে জাল খুঁজে নেন আশিকুর। সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফয়সাল। মানিকের পাস থেকে গোলটি করেন তিনি।

৮৬তম মিনিটে আক্রমণে গিয়ে বাংলাদেশের রক্ষণ ভেদ করে জাল খুঁজে নেন নেপালের সুজন ডাঙ্গোল। তবে বাকি সময়ে আর কিছু করতে পারেনি তারা। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

Leave A Reply

Your email address will not be published.