Dhaka Reader
Nationwide Bangla News Portal

দেশে গুরুতর অপরাধ বাড়েনি, পরিস্থিতি স্থিতিশীল: প্রধান উপদেষ্টার প্রেস উইং

দেশে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের কারণে জনমনে সৃষ্ট উদ্বেগ ও নিরাপত্তাহীনতার বিষয়ে মুখ খুলেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, অপরাধ বৃদ্ধির এই ধারণাটি সঠিক নয়।

বিবৃতিতে বলা হয়, পুলিশ সদর দপ্তরের গত ১০ মাসের অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, দেশে বড় ধরনের বা গুরুতর অপরাধের সংখ্যা বাড়েনি, বরং স্থিতিশীল রয়েছে।

পরিসংখ্যান তুলে ধরে প্রেস উইং জানায়, বেশিরভাগ গুরুতর অপরাধের হার হয় কমেছে অথবা আগের মতোই আছে। তবে, কিছু নির্দিষ্ট ধরনের অপরাধের ক্ষেত্রে সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। সার্বিকভাবে অপরাধের সংখ্যায় আশঙ্কাজনক কোনো উল্লম্ফন ঘটেনি।

জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, অপরাধের হার স্থিতিশীল থাকা এটাই প্রমাণ করে যে, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.