Dhaka Reader
Nationwide Bangla News Portal

ত্বহার প্রেমিকা কে এই জারিন জেবিন?

জনপ্রিয় ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনানের স্ত্রী সাবিকুন নাহার সারার একটি ফেসবুক পোস্টের মাধ্যমে সম্প্রতি আলোচনায় এসেছেন জারিন জেবিন নামের এক নারী। সারার অভিযোগ অনুযায়ী, জারিন জেবিনই তার স্বামীর বর্তমান প্রেমিকা, যার কারণে তাদের পারিবারিক জীবনে অশান্তি নেমে এসেছে।

সাবিকুন নাহার সারার দেওয়া তথ্য থেকে জানা যায়, জারিন জেবিন পেশায় একজন এয়ার হোস্টেস। আবু ত্বহা মুহাম্মদ আদনানের সাথে তার পরিচয় বহু পুরোনো; তিনি ছিলেন তার কলেজ জীবনের প্রিয়তমা। প্রায় ১৫ বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকলেও তা পরিণতি পায়নি। সারার ভাষ্যমতে, তখন আবু ত্বহা জারিনকে বিয়ে করতে চাইলেও আর্থিক সামর্থ্য না থাকায় জারিনের পরিবার সেই প্রস্তাবে রাজি হয়নি।

দীর্ঘদিন পর তাদের মধ্যে আবারও যোগাযোগ স্থাপিত হয়েছে এবং পুরোনো প্রেম নতুন করে জেগে উঠেছে। সারার দাবি, এবার জারিন জেবিন নিজেই আবু ত্বহাকে ফিরে পেতে আগ্রহী। তাদের মধ্যে নিয়মিত চ্যাটিং, দীর্ঘ ফোনালাপ এবং গোপনে সাক্ষাৎও হয়। এই সম্পর্কের কারণেই আবু ত্বহা রংপুরের আরেকজন আলেমা নারীকে দেওয়া বিয়ের প্রতিশ্রুতি থেকে সরে আসেন বলেও তার স্ত্রী অভিযোগ করেছেন।

তবে, সাবিকুন নাহার সারার এই অভিযোগের বাইরে জারিন জেবিনের ব্যক্তিগত পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তিনি কোন এয়ারলাইন্সে কাজ করেন বা তার বাড়ি কোথায়, এ ধরনের কোনো তথ্যই এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি।

সুতরাং, এখন পর্যন্ত জারিন জেবিনের একমাত্র পরিচয় হলো, তিনি আবু ত্বহা মুহাম্মদ আদনানের কলেজ জীবনের সেই পুরোনো প্রেমিকা, যিনি বর্তমানে একজন এয়ার হোস্টেস এবং যার সাথে আবু ত্বহা এক নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলে তার স্ত্রী দাবি করেছেন।

Leave A Reply

Your email address will not be published.