Dhaka Reader
Nationwide Bangla News Portal

তারেক রহমান ও বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে পবিপ্রবিতে মানববন্ধন

কামাল হোসেন বিশেষ প্রতিনিধি:

 

 

সাম্প্রতিক হত্যা, চাঁদাবাজি, ছিনতাইয়ের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলার অবনতি হওয়ায়  পরিকল্পিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও দলের নেতৃবৃন্দকে হেয় প্রতিপন্ন করে অপপ্রচার, কুরুচিপূর্ণ মন্তব্য ও উদ্দেশ্যপ্রণোদিত কার্যক্রমের প্রতিবাদে ইউনির্ভাসিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) পবিপ্রবি ইউনিট, জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট) ও জাতীয়তাবাদী কর্মচারী পরিষদ পবিপ্রবির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

 

সোমবার (১৪ জুলাই)  দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ইউট্যাব সভাপতি প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদের সভাপতিত্বে এবং ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউট্যাব সাধারণ সম্পাদক, প্রো-ভিসি ড. এস.এম হেমায়েত জাহান, রেজিস্ট্রার   প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন, ল’ এন্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, সহযোগী অধ্যাপক ড. এ. বি. এম  সাইফুল ইসলাম, জিয়া পরিষদের (কর্মকর্তা ইউনিট) সভাপতি, ডেপুটি রেজিস্ট্রার মোঃ আবুবকর সিদ্দিক, সাধারন সম্পাদক, ডেপুটি রেজিস্ট্রার হাচিব মোহাম্মদ তুষার, পবিপ্রবি  ছাত্রদল সভাপতি জাহিদুল ইসলাম রাতুল, সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা জনি, জাতীয়তাবাদী কর্মচারী  পরিষদের মোঃ মাহাবুব হোসেন প্রমুখ।
বক্তারা বলেন  বিগত ফ্যাসিস্ট সরকারের ন্যায় প্রকৃত ঘটনাকে আড়াল করে একটি গুপ্ত সংগঠন জুলাই বিপ্লবের কুশীলব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ নেতৃবৃন্দের  বিরুদ্ধে অশ্লীল স্লোগান ও মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার ঘৃণ্য চক্রান্তে লিপ্ত রয়েছে।  মানববন্ধন থেকে অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে এবং একের দোষ অন্যের উপর না চাপিয়ে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান।

Leave A Reply

Your email address will not be published.