কামাল হোসেন বিশেষ প্রতিনিধি :
পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এর সাথে সৌজন্য সাক্ষাত করেন আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.)।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকাল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের কার্যালয় এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।
প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার বলেন জুলাই বিপ্লবে সাধারন মানুষের চাহিদাকে সমুন্নত রাখতে একটি জেলার কর্ণধার হলো জেলা প্রশাসক মহোদয়। এবিপার্টির মানুষের অধিকার আদায়ে ও সমস্যা সমাধানের রাজনীতিতে বিশ্বাসী বলে জেলা প্রশাসকের নিকট জেলার মানুষের কিছু অসুবিধার বিষয় তুলে ধরেন।
বিশেষ করে মাদকের অপব্যবহার রোধ ও মাদক কারবারীদের আইনের আওতায় নিয়ে আসা। প্রত্যন্ত অঞ্চলের মানুষের যাতায়াতে রাস্তা ঘাট নির্মানে অনিয়ম রোধ। আইনশৃঙ্খলা উন্নত কল্পে চাদাবাজ, দখলদারদের শক্ত হাতে দমন করা সহ বিভিন্ন বিষয় আলোচনা হয়।
তিনি আরো বলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন আমাদের কথা শুনে তিনি বলেন ১৬বছরের সৃষ্ট সামাজিক ব্যাধি সারতে তো একটু সময় লাগবে তবে দিন দিন অবস্থার উন্নতি হচ্ছে।
আলোচনা শেষে জুলাই বিপ্লবের একজন রাজপথের সম্মুখ সারির নেতৃত্ব দেওয়ার ফলে সে দিনগুলোকে ইতিহাসের পাতায় ধরে রাখতে প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.) এর নিজের লেখা “জুলাই বিপ্লবের মনস্তত্ত্ব” বইটি ও এবিপার্টির রুপরেখা জেলা প্রশাসক মহোদয়ের হাতে তুলে দেন।
এসময় তার সাথে ছিলেন এবি যুব পার্টির ঢাকা মহানগর দক্ষিন এর সাধারন সম্পাদক মোঃ মাসুদুর রহমান, দুমকি উপজেলা শাখার সদস্য সচিব মুশফিকুর রহমান মনির সহ জেলার নেতৃবৃন্দ।