Dhaka Reader
Nationwide Bangla News Portal

জাবির ভ্যাকসিন ইস্যুতে সাংবাদিকদের প্রতি দুঃখপ্রকাশ শাখা ছাত্রদলের

হেপাটাইটিস-বি ভ্যাকসিন কর্মসূচি স্থগিত ও এ সংক্রান্ত সংবাদ প্রকাশ নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে সাংবাদিকদের উদ্দেশে করা আপত্তিকর মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

সোমবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির (জাবিসাস) কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে সাংবাদিকদের উদ্দেশে এই দুঃখপ্রকাশ করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির মোহাম্মদ উদ্দীন বাবর, সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক, ভ্যাকসিন কর্মসূচির উদ্যোক্তা ও যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ ফয়সালসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আহ্বায়ক জহির মোহাম্মদ উদ্দীন বাবর বলেন, “কমিটি গঠনের পর থেকে আমরা সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছি। মাঝখানে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি, আমাদের আগের সম্পর্কের জায়গা ফিরে আসবে।”

এসময় জাবিসাস সভাপতি মেহেদী মামুন বলেন, “সাংবাদিকরা কারও প্রতিপক্ষ নন, বরং পেশাদারিত্ব বজায় রেখেই সংবাদ পরিবেশন করেন। নিউজ প্রকাশের কারণে কারও কাছ থেকে আপত্তিকর মন্তব্য আসা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। ছাত্রদল দুঃখপ্রকাশ করেছে—এটি প্রশংসনীয়।”

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল জাগোনিউজ২৪-এ ‘আওয়ামী এমপিকে পুনর্বাসন/ভাগ বাটোয়ারার দ্বন্দ্বে কর্মসূচি স্থগিত’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে সাংবাদিকদের বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে কুচক্রী মহলের ইন্ধনে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ আনা হয়। এ ঘটনায় প্রতিবেদক সৈকত ইসলামের ওপর চাপ ও হুমকির অভিযোগও ওঠে।

Leave A Reply

Your email address will not be published.