Dhaka Reader
Nationwide Bangla News Portal

চিকিৎসা অবহেলায় প্রসূতির মৃত্যু, হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা

জামালপুর সদর উপজেলার দিগপাইত এলাকায় এক প্রসূতির মৃত্যুর ঘটনায় চিকিৎসা অবহেলার অভিযোগে দুবাই হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করেছে প্রশাসন।

মারা যাওয়া প্রসূতির নাম রিতু আক্তার (২১)। তিনি জামালপুর সদর উপজেলার রঘুনাথাপুর এলাকার রনি মিয়ার স্ত্রী।

রিতুর পরিবারের দাবি, রোববার (২৫ মে) বেলা ১১টার দিকে প্রসব ব্যথা নিয়ে দিগপাইতের দুবাই হাসপাতালে ভর্তি হন রিতু। বিকেল ৫টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। কিন্তু সোমবার ভোররাতে খিঁচুনি ওঠে তাঁর। এ সময় হাসপাতালে কোনো চিকিৎসক বা নার্স না থাকায় সকাল সাড়ে ৭টার দিকে রিতুর মৃত্যু হয়।

মৃত্যুর খবরে বিক্ষুব্ধ এলাকাবাসী ও স্বজনরা হাসপাতাল ঘেরাও করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতের ভাই লাভলু মন্ডল বলেন, “রাতে হাসপাতালে কেউ ছিল না। ডাক্তার, নার্স কেউ না। চিকিৎসা না পেয়ে আমার বোন মারা গেছে। মৃত্যুর পরে একজন কর্মচারী এসে শুধু বিষয়টি নিশ্চিত করে চলে যায়। আমরা এই মৃত্যুর বিচার চাই।”

ঘটনার পর থেকে হাসপাতালের মালিকপক্ষ ও সংশ্লিষ্টরা পলাতক রয়েছে। মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে সদর উপজেলার নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতিকুর রহমান জানান, “ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বাগত সাহা বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে। কর্তৃপক্ষের অধিকাংশকে পাওয়া যায়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তদন্ত কমিটি গঠন করা হবে।”

Leave A Reply

Your email address will not be published.