Dhaka Reader
Nationwide Bangla News Portal

গোপালগঞ্জে হামলায় জড়িতদের শাস্তির হুঁশিয়ারি অন্তর্বর্তী সরকারের

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার ঘটনাকে ‘মানবাধিকারের লজ্জাজনক লঙ্ঘন’ আখ্যা দিয়ে অন্তর্বর্তী সরকার জানিয়েছে, এই হামলায় জড়িতদের সবাইকে শাস্তির আওতায় আনা হবে।

বুধবার সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই সহিংসতাকে ‘একেবারে অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, “বিপ্লবী জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে তরুণ নাগরিকদের ডাকা শান্তিপূর্ণ কর্মসূচিতে এই হামলা মানবাধিকারের এক লজ্জাজনক লঙ্ঘন।”

অভিযোগে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা এনসিপি নেতাকর্মী, পুলিশ এবং গণমাধ্যমকর্মীদের ওপর হামলা চালায় ও তাদের গাড়ি ভাঙচুর করে।

উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের ভূমিকার প্রশংসা করেছে অন্তর্বর্তী সরকার। একইসাথে, “নৃশংস হামলার পরও যারা সাহসিকতার সাথে কর্মসূচি চালিয়ে গেছেন”, সেই সব শিক্ষার্থী ও সাধারণ মানুষের দৃঢ়তারও প্রশংসা করা হয় বিবৃতিতে।

বিবৃতির শেষে সরকার কঠোর বার্তা দিয়ে বলেছে, “এই নৃশংস হামলায় জড়িতদের বিচারের মুখোমুখি হতেই হবে। এটা স্পষ্ট করে বলতে চাই—এ দেশে সহিংসতার কোনো স্থান নেই এবং ন্যায়বিচারের জয় হবেই।”

Leave A Reply

Your email address will not be published.