Dhaka Reader
Nationwide Bangla News Portal

গোপালগঞ্জের ঘটনায় মির্জা ফখরুলের উদ্বেগ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার এক বিবৃতিতে তিনি এই হামলাকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা হিসেবে উল্লেখ করে জড়িতদের কঠোর হস্তে দমনের আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। আজ গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ এবং ইউএনও ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ।”

বিএনপি মহাসচিবের মতে, একটি গোষ্ঠী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, “এসব দুষ্কৃতিকারীকে কঠোর হস্তে দমন করা ছাড়া বিকল্প কোনো পথ নেই।”

বিবৃতির শেষে তিনি এই হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

Leave A Reply

Your email address will not be published.