Dhaka Reader
Nationwide Bangla News Portal

গরুর বাজারে শ্বশুরকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গরুর বাজারে প্রকাশ্যে শ্বশুরকে কুপিয়ে হত্যা করেছে জামাতা।

শুক্রবার বিকালে উপজেলার গোডাউন বাজারে এ ঘটনার পর জামাই মোহাম্মদ হোসেনকে (৪০) পুলিশে দিয়েছে জনতা।

নিহত ৫০ বছর বয়সী বাঁচা মিয়া শিকদার উপজেলার শিলক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রাজপাড়া শিকদার বাড়ির বাসিন্দা ছিলেন।

রাঙ্গুনিয়া থানার এসআই উত্তম কুমার বলেন, বাঁচা মিয়া নিজের পালন করা গরু বিক্রি করতে গোডাউন বাজারে এসেছিলেন। বিকালে তার মেয়ের জামাই হোসেন দা নিয়ে এসে পেছন থেকে মাথা, ঘাড় ও হাতে কুপিয়ে খুন করে।

“বাঁচা মিয়াকে কুপিয়ে পালানোর সময় স্থানীয় লোকজন হোসেনকে ধরে ফেলে। পরে তাকে জনরোষ থেকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।”

এস আই উত্তম বলেন,“ প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক অশান্তির কারণে বাঁচা মিয়া তার মেয়েকে হোসেনের বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে এসেছিলেন। হোসেন স্ত্রীকে ফিরিয়ে নেয়ার চেষ্টা করলেও তাকে নিতে পারেনি। এতে সে শ্বশুরের ওপর ক্ষুব্ধ হয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।”

বাঁচা মিয়ার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.