Dhaka Reader
Nationwide Bangla News Portal

কক্সবাজারে সাগরে ৩ চবি শিক্ষার্থী নিখোঁজ, একজনের লাশ উদ্ধার

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে তলিয়ে গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষার্থী। তাঁদের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হলেও বাকিরা এখনো নিখোঁজ। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম কেএম সাদমান রহমান সাবাব।

এছাড়া নিখোঁজ রয়েছেন আসিফ আহমেদ ও অরিত্র হাসান। তাঁরা সবাই চবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী।

জানা গেছে, গতকাল (সোমবার) সন্ধ্যায় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চারজন এবং আরবি বিভাগের একজন শিক্ষার্থী কক্সবাজারে ঘুরতে যান। রাতে হিমছড়িতে অবস্থান করে সকালে সৈকতে যান তাঁরা। এরপর তিনজন সমুদ্রে গোসলে নামলে ঢেউয়ের তোড়ে তলিয়ে যান তিন জন।

প্রত্যক্ষদর্শী একজন সহপাঠী জানান, পানি স্বাভাবিক ছিলো, কিন্তু হঠাৎ একটা বড় ঢেউ এসে সবকিছু উল্টে দিল। আমরা চিৎকার করে স্থানীয় জেলেদের ডাকলাম। তাঁরা ছুটে এলেও সাবাবকে মৃত অবস্থায় খুঁজে পাওয়া গেল। বাকি দুজনের এখনও কোনো খোঁজ নেই।

চবির সহকারী প্রক্টর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক সাঈদ কামাল চৌধুরী বলেন, তাঁরা নিজেদের উদ্যোগেই কক্সবাজারে গিয়েছিলেন। একজনের লাশ উদ্ধার হয়েছে, বাকি দুইজন এখনো নিখোঁজ। স্থানীয় প্রশাসন ও জেলেদের সহযোগিতায় উদ্ধার অভিযান চলছে। পরিবারের সদস্যদের জানানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.