গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা হাজেরা বেগম দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকায় প্রকাশিত একটি ভ্রান্ত ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
১৭ অক্টোবর ২০২৫ তারিখে উক্ত পত্রিকায় “উপসহকারী ভূমি অফিসার হাজেরা বেগমের কারসাজি” শিরোনামে প্রকাশিত সংবাদ সম্পর্কে তিনি বলেন, “সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, মনগড়া, বানোয়াট ও মানহানিকর। এতে আমার ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত সুনাম নষ্ট করার অপচেষ্টা চালানো হয়েছে।”
হাজেরা বেগম জানান, সংবাদে উল্লিখিত কোনো তথ্যই বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। “দালাল চক্রের মাধ্যমে টাকা আদায়”, “কম্পিউটার দোকানে প্রোফাইল ব্যবহার” এবং “লক্ষ লক্ষ টাকার বাণিজ্য” সংক্রান্ত অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও প্রমাণবিহীন। তিনি বলেন, “আমি সরকারি নিয়মনীতি ও প্রশাসনিক আদেশ অনুযায়ী দায়িত্ব পালন করি। ভূমি সংক্রান্ত প্রতিটি কাজই অফিসিয়াল প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়, ব্যক্তিগতভাবে কারও কাছ থেকে কোনো আর্থিক লেনদেন বা অনৈতিক সুবিধা গ্রহণের প্রশ্নই ওঠে না।”
তিনি বলেন, “আমার ব্যক্তিগত ও পারিবারিক জীবন কেমনভাবে চলবে, তা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়। আমি কোথায় বসবাস করব বা কোন শিক্ষাপ্রতিষ্ঠানে আমার সন্তানদের পড়াবো; সেটাও আমার একান্ত পারিবারিক সিদ্ধান্ত। আমার এসব ব্যক্তিগত বিষয়কে বিকৃতভাবে উপস্থাপন করে পেশাগত দায়িত্বের সঙ্গে জড়িয়ে জনসমক্ষে তোলা অনধিকার চর্চা, মানহানিকর এবং আইনের পরিপন্থী।”
তিনি বলেন, “সংবাদ প্রকাশের আগে তার বক্তব্য নেওয়া হয়নি, যা সাংবাদিকতার ন্যূনতম নীতি ও নৈতিকতার পরিপন্থী। একজন দায়িত্বশীল সাংবাদিকের কাজ হলো তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করা, কিন্তু এখানে ইচ্ছাকৃতভাবে একপাক্ষিক তথ্য প্রচার করা হয়েছে।”
হাজেরা বেগম মনে করেন, সংবাদটি প্রকাশের পেছনে একটি অসাধু মহলের স্বার্থ জড়িত থাকতে পারে, যারা প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠার কারণে বিরক্ত হয়ে তাকে হয়রানি করার অপচেষ্টা চালাচ্ছে।
তিনি দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সম্পাদক, প্রকাশক ও প্রতিবেদকের কাছে প্রকাশিত সংবাদের আনুষ্ঠানিক সংশোধন প্রকাশ ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছেন। অন্যথায় তিনি আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি বলেন, “আমি সাংবাদিকতার স্বাধীনতাকে শ্রদ্ধা করি, তবে অসত্য প্রচার ও সুনাম ক্ষুণ্ণের বিরুদ্ধে নীরব থাকা অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না।”