Dhaka Reader
Nationwide Bangla News Portal

ইসরায়েলি হামলায় ইরানে ৬ পরমাণু বিজ্ঞানীসহ নিহত ৭৮

ইরানে ইসরায়েলি হামলায় অন্তত ৭৮ জন নিহত এবং ৩২৯ জন আহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম নূর নিউজ। শুক্রবার তাদের টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে বলা হয়, তেহরান ও আশপাশের এলাকায় রাতে চালানো ইসরায়েলি বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। এর মধ্যে ছয় জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান।

ইসরায়েল বৃহস্পতিবার রাতে ইরানে ব্যাপক বিমান হামলা চালায়, যার লক্ষ্য ছিল পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি এবং বিপ্লবী গার্ডের শীর্ষ কর্মকর্তারা।

ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয় জন ইরানি পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। নিহতদের মধ্যে রয়েছেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরেয়েদুন আব্বাসি।

ইসরায়েলি হামলায় বিজ্ঞানী ছাড়াও সামরিক ও বেসামরিকসহ একাধিক উচ্চপদস্থ ইরানি কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন রয়েছেন দেশটির দুই শীর্ষ কর্মকর্তা সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং রেভল্যুশনারি গার্ডসের প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি।

ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু কেবল পারমাণবিক এবং সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ থাকেনি। রাজধানী শহরের একাধিক আবাসিক ভবনও বিমান হামলার শিকার হয়েছে। প্রত্যক্ষদর্শী এবং সংবাদমাধ্যমের প্রতিবেদকরা জানিয়েছেন, নিহতদের মধ্যে অনেক নারী ও শিশুর মরদেহও দেখা গেছে।

এদিকে, বাংলাদেশ সময় শুক্রবার রাতে পাওয়া খবরে জানা গেছে, ইরানের পশ্চিমাঞ্চলীয় হামেদান প্রদেশে একটি সামরিক বিমানঘাঁটির কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে সরকারি বার্তা সংস্থা ইরনা। তারা জানিয়েছে, কয়েক ঘণ্টা আগে হামেদানে একটি প্রবল বিস্ফোরণ হয়েছে, যা রাজধানী তেহরান থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে নোজেহ বিমানঘাঁটির কাছেই।

এর আগে, ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ইরানে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে।

সূত্র: বিবিসি, টাইমস অব ইসরায়েল

Leave A Reply

Your email address will not be published.