Dhaka Reader
Nationwide Bangla News Portal

আহমেদাবাদে উড়োজাহাজটি ভেঙে পড়েছিল চিকিৎসকদের হোস্টেলে

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ থেকে যুক্তরাজ্যের লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটি ওড়ার পরপরই মেঘানিনগর এলাকায় যে ভবনে আছড়ে পড়েছে সেটি চিকিৎসকদের হোস্টেল।

আহমেদাবাদের একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, ভবনটিতে আহমেদাবাদের বিজে মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা থাকেন।

তবে ভবনটির কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি। স্থানীয়রা বলছেন, হোস্টেলে প্রায় ৫০ জন ইন্টার্ন থাকতেন। দুর্ঘটনার সময়ে সেখানে যারা ছিলেন তাদের সবারই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার পর দমকল বিভাগের কর্মী ও অন্য বেসামরিক কর্মীরা কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন। এখন উদ্ধারকাজ চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এয়ার ইন্ডিয়া জানায়, উড়োজাহাজটি বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দরের ২৩ নম্বর রানওয়ে থেকে উড়েছিল। গন্তব্য ছিল লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর। উড়োজাহাজে আরোহী ছিলেন ২৪২ জন। এর মধ্যে দুইজন পাইলট ও ১০ জন ক্রু ছিলেন।

ওড়ার ৫ মিনিট পরই উড়োজাহাজটি বিমানবন্দরের কাছেই লোকালয়ে ভেঙে পড়ে। যে চিকিৎসকদের হোস্টেলে উড়োজাহাজটি ভেঙে পড়ে তার পাশের একটি ভবনেও থাকেন চিকিৎসকরা। তারা আহমেদাবাদের সিভিল হাসপাতালে কর্মরত ছিলেন বলে খবর পাওয়া গেছে।

কত জন চিকিৎসক হতাহত হয়েছেন তা এখনও স্পষ্ট জানা যায়নি। আপাতত দুর্ঘটনাস্থলের আশপাশের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। উড়োজাহাজ পরিষেবা বন্ধ রয়েছে আহমেদাবাদ বিমানবন্দরেও। চলছে উদ্ধারকাজ।

Leave A Reply

Your email address will not be published.