Dhaka Reader
Nationwide Bangla News Portal

আব্দুর রাজ্জাক ও স্বজনদের ৯ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

আওয়ামী লীগ সরকারের সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, তার স্ত্রী শিরিন আকতার বানু ও মেয়ে ফারজানা আক্তার তন্দ্রার নামে থাকা ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (২১ মে) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

দুদকের তথ্য অনুযায়ী, এসব ব্যাংক হিসাবে মোট ১ কোটি ৩৯ লাখ ৮ হাজার ৯৬ টাকা রয়েছে। এর মধ্যে আব্দুর রাজ্জাকের নামে থাকা ৪টি ব্যাংক হিসাবে রয়েছে ৪২ লাখ ৫১ হাজার ৫০০ টাকা, তার স্ত্রীর ৪টি ব্যাংক হিসাবে রয়েছে ৬৬ লাখ ৫৬ হাজার ৫৯৫ টাকা এবং মেয়ের নামে থাকা একটি হিসাবে রয়েছে ২৮ লাখ টাকা।

দুদকের পক্ষে সহকারী পরিচালক আব্দুল মালেক আদালতে এ আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, আব্দুর রাজ্জাক ও তার স্বজনদের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, মনোনয়ন বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, সরকারি জমি দখলসহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন এবং এসিআই কোম্পানি ও আদম ব্যবসায়ী নূর আলীর মাধ্যমে শত শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।

এছাড়া তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনেরও অভিযোগ তদন্তাধীন রয়েছে। অনুসন্ধান চলাকালে তাদের নামে অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে, যা হস্তান্তর বা স্থানান্তরের আশঙ্কা রয়েছে। এসব সম্পদ অনুসন্ধান চূড়ান্ত হওয়ার আগে হাতবদল হয়ে গেলে তা উদ্ধার করা কঠিন হয়ে পড়বে—এমন আশঙ্কা থেকেই দুদক এসব হিসাব অবরুদ্ধের আবেদন জানায়।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি আব্দুর রাজ্জাক, তার স্ত্রী শিরিন আকতার বানু এবং ছেলে রেজওয়ান শাহনেওয়াজ সুজিতের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।

গত বছরের ১৪ অক্টোবর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।

Leave A Reply

Your email address will not be published.