Dhaka Reader
Nationwide Bangla News Portal

‌আন্দোলনকারীদের ‘বীর মুক্তিসেনা’ আখ্যা জাতীয় পার্টির

চলমান কোটা সংস্কারের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)।

মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন দলটির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা জি এম কাদের।

“ছাত্রছাত্রীদের অহিংস কোটা সংস্কারের আন্দোলনের প্রতি আমরা সমর্থন জ্ঞাপন করছি এবং এই যৌক্তিক আন্দোলনে সশস্ত্র বাঁধাদানের ঘটনার নিন্দা জানাচ্ছি,” বিবিসি বাংলাকে বলেন মি. কাদের।

তিনি আরও বলেন, “বর্তমান শাসকশ্রেণি, সরকারসৃষ্ট এই সুবিধাভোগী গোষ্ঠীর মাধ্যমে দেশের জনগণকে শাসন–শোষণ করে চলেছেন। সামনের দিনগুলোতেও এ উদ্দেশ্য আরও ব্যাপকভাবে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে।”

“কোমলমতি তরুণসমাজ এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করছে। সেই কারণে আমি তাদের বৈষম্যমুক্তির এ সংগ্রামের বীর যোদ্ধা বা বীর মুক্তিসেনা বলে মনে করছি,” বিবিসি বাংলাকে বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

Leave A Reply

Your email address will not be published.