রংপুর নগরীর তাজহাট থানায় হামলা করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলরত শিক্ষার্থীরা। হামলায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলামসহ ২০জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) আল মুত্তাকী ইবনু মিনান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিক্ষার্থীরা সকাল ১১টা থেকে রংপুর জিলা স্কুলের সামনে জড়ো হতে থাকে। দুপুরে তারা মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে শাপলা চত্বরে অবস্থান নেয়। পরে বিকাল ৩টার দিকে আন্দোলনকারীরা মর্ডান মোড়ের দিকে অগ্রসর হয়। এ সময় মিছিল থেকে আকস্মিক থানায় হামলা চালানো হয়। তিনি জানান হামলায় তাজহাট থানার ওসি রবিউল ইসলামসহ ২০ পুলিশ সদস্য আহত হয়েছে। এ সময় আন্দোলনকরী শিক্ষার্থীরা পুলিশের দুটি গাড়ি ও মর্ডান মোড়ে পুলিশ বক্স ভাঙচুর করে।