নীলফামারী সংবাদদাতা:
নীলফামারী সদরের দুটি শিক্ষা প্রতিষ্ঠান এবং কিশোরগঞ্জ উপজেলায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থী ও স্থানীয়রা। রবিবার (২৫ আগস্ট) সকালে এ মানববন্ধনে প্রায় শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন।
মানববন্ধনের অংশগ্রহণকারীরা নীলফামারী সদরের পঞ্চপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আশরাফুজ্জামান জুয়েল এবং নীলফামারী বাবরীঝাড় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহির উদ্দিন আহমেদের পদত্যাগের দাবি জানান। বক্তারা অভিযোগ করেন, অধ্যক্ষ মো. আশরাফুজ্জামান জুয়েল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে স্কুলের বিভিন্ন বিষয়ে স্বেচ্ছাচারিতার মাধ্যমে কোটি টাকা আত্মসাৎ করেছেন। অন্যদিকে প্রধান শিক্ষক মো. জহির উদ্দিন আহমেদ প্রতিষ্ঠানকে অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন এবং একক ক্ষমতায় প্রতিষ্ঠানটির অর্থ আত্মসাৎ করেছেন।
এরপর, শিক্ষার্থীরা নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার কালিকাপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেওদানুর রহমানের পদত্যাগের দাবি জানায়। তারা অভিযোগ করেন, অধ্যক্ষ রেওদানুর রহমান দীর্ঘদিন ধরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে স্কুলের নিয়োগ বানিজ্যসহ বিভিন্ন অনিয়ম করেছেন।
এছাড়া, উত্তর দুরাকুটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষক দুলাল রহমানের পদত্যাগ দাবি করে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে। শিক্ষার্থীরা জানান, প্রধান শিক্ষক দুলাল রহমান স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় স্কুলের বরাদ্দকৃত টাকা এবং নিয়োগ বানিজ্য করে কোটি টাকা আত্মসাৎ করেছেন। তিনি নিয়মিত স্কুলে না এসে শিক্ষকদের মানসিকভাবে অত্যাচার করেন, যার ফলে শিক্ষার্থীর সংখ্যা কমে এসেছে।
মানববন্ধন ও বিক্ষোভে শিক্ষার্থীরা ব্যানার ও প্লাকার্ড হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং শিক্ষকদের পদত্যাগের দাবি জানান।