বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নবায়নকৃত পাসপোর্ট হস্তান্তর করা হয়েছে।
দলটির মিডিয়া সেলের মুখপাত্র শায়রুল কবির খান বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মি. খান বলেন, “গতকাল রাতে একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ম্যাডামের মেশিন রিডেবল পাসপোর্টটি গ্রহণ করেছেন।”
বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে খালেদা জিয়ার পরিবার থেকে গত কয়েক বছরে বেশ কয়েকবার আবেদন করা হয়। কিন্তু তখন অনুমতি দেয়নি সরকার। সে সময়ই পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করা হয়েছিল বলে জানান মি. খান।
খালেদা জিয়ার দণ্ড মওকুফ করে নির্বাহী আদেশে মঙ্গলবার মুক্তি দেয়া হয়।
গত ৮ই জুলাই থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। এর আগে, গত বছরের অগাস্টে চিকিৎসার জন্য এ হাসপাতালে ভর্তি করা হয়েছিলো তাকে। তখন পাঁচ মাসের বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।