Dhaka Reader
Nationwide Bangla News Portal

গাজার ১০ লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় সরানোর পরিকল্পনায় ট্রাম্প প্রশাসন

গাজা উপত্যকা থেকে প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে লিবিয়ায় পুনর্বাসনের পরিকল্পনায় কাজ করছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এনবিসি নিউজ এক প্রতিবেদনে জানায়, এই পরিকল্পনার সঙ্গে সরাসরি যুক্ত পাঁচটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, এই উদ্যোগের অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন লিবিয়ার নেতৃত্বের সঙ্গে আলোচনাও করেছে এবং সম্ভাব্য বিনিময়ে দেশটিকে বিলিয়ন বিলিয়ন ডলারের বরাদ্দ ছেড়ে দেওয়ার কথা বিবেচনা করছে। এই অর্থ যুক্তরাষ্ট্রে জব্দ হয়ে থাকা লিবিয়ার সম্পদ থেকে আসতে পারে।

যদিও এনবিসির একাধিক অনুরোধের পরও মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং জাতীয় নিরাপত্তা পরিষদ এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি, পরে এক মুখপাত্র বলেন, “এই প্রতিবেদনগুলো অসত্য। মাঠের বাস্তবতা এমন পরিকল্পনার জন্য উপযুক্ত নয়।”

হামাসের জ্যেষ্ঠ নেতা বাসেম নাইম জানান, ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমির প্রতি অত্যন্ত প্রতিশ্রুতিশীল এবং শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। তিনি আরও বলেন, গাজার মানুষের ভাগ্য নির্ধারণে একমাত্র সিদ্ধান্তদাতা হলো হামাস।

লিবিয়া বর্তমানে রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা ও নিরাপত্তাহীনতায় জর্জরিত। দেশটির উভয় প্রধান কর্তৃপক্ষ, দবেইবাহ সরকার ও হাফতারের বাহিনী এনবিসির অনুরোধের কোনো জবাব দেয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প প্রশাসন সিরিয়াকেও ফিলিস্তিনিদের পুনর্বাসনের জন্য সম্ভাব্য গন্তব্য হিসেবে বিবেচনা করছে এবং সেখানে নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।

ট্রাম্প এর আগে গাজাকে “মধ্যপ্রাচ্যের রিভেরা” হিসেবে গড়ে তোলার কথা বলেছিলেন। সেই পরিকল্পনার অংশ হিসেবেই এই বিতর্কিত স্থানান্তর প্রক্রিয়া চলছে বলে ধারণা করা হচ্ছে। তবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত কিছু এখনো নিশ্চিত নয় এবং এই উদ্যোগ উল্লেখযোগ্য প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারে।

Leave A Reply

Your email address will not be published.